Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

উপজেলা মৎস্য দপ্তর, রূপসা, খুলনা কর্তৃক মৎস্য সেক্টরের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা-

 

  • চিংড়ি সম্পদ উন্নয়নের জন্য  দীর্ঘ মেয়াদে গলদা ও বাগদা চিংড়ি চাষ প্রকল্প গ্রহণ ।
  •  আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি উৎপাদন হেক্টর প্রতি ৩৯৫ কেজি থেকে ১০০০ কেজিতে উন্নীতকরণ
  • আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি উৎপাদন হেক্টর প্রতি ৭৩১ কেজি থেকে ১৫০০ কেজিতে উন্নীতকরণ
  • প্রকল্পের মাধ্যমে ইউনিয়নওয়ারী প্রদর্শনী খামার স্থাপন
  • চিংড়ি/মাছচাষীদের হালনাগাদ তথ্য সংগ্রহ ও ডাটাবেইজ প্রনয়ণ
  • মৎস্য চাষে যান্ত্রিকীকরণ
  • কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মৎস্য/চিংড়ি/কাকড়া চাষীদের প্রনোদনা/ভর্তুকী প্রদান কার্যক্রম চলমান রাখা
  •  লবন পানিতে/ঘেরে বাগদা চিংড়ির পাশাপাশি ভেটকি, ভাঙ্গান, পারশে, টেংরা ইত্যাদি মাছ চাষের জন্য পোনা উৎপাদনে নার্সারি স্থাপন 
  • চিংড়ি চাষীদের উত্তম মৎস্যচাষ অনুশীলন (GAP) করে নিরাপদ চিংড়ি উৎপাদনে প্রশিক্ষণ প্রদান